“ কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥ ” —টমাস আলভা এডিসন।

Breaking News

Technology

Life & Style

Downdoad zone

Thursday, 5 March 2015

এইবার ঘড়ি দেখার প্রোগ্রাম তৈরী করুন ৪ লাইনের কোড দিয়ে নোটপ্যড এ

সবাই পছন্দ করে প্রোগ্রাম তৈরী করতে... অনেকেরই স্বপ্ন প্রোগ্রামার হওয়া।। কিন্তু তাদের মাঝে কাজ করে এক অজানা ভীতি... মনে করে ওরে বাবা!! প্রোগ্রামিং কত্তো কঠিন কাজ এটা আরে ভাই এত্তো ভয় পাওয়ার কিছু নাই... আপনি যদি যোগ বিয়োগ করতে পারেন তবেই আপনি একজন প্রোগ্রামার হওয়ার যোগ্যতা রাখেন... যাইহোক আজ একটা সিম্পল Batch প্রোগ্রাম দেখাবো যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে ঘড়ি চালানোর প্রোগ্রাম বানাতে পারবেন নিজে নিজে ;) কাজ শুরু করা যাক... প্রথমেই নোটপ্যড ওপেন করুন অথবা পিসির ডেস্কটপ এ গিয়ে mouse এর right button এ ক্লিক করে new তে যান তারপর text documents এ যান... নাম দিন clock.txt এবং ওপেন করুন...
নিচের কোড টা লিখুন @echo off :start echo Date: %date% Time: %time% goto start তারপর File থেকে save as এ যান এবং clock.bat নামে সেভ করুন... ;) এইবার clock.bat file টা ওপেন করুন... হুম আপনি আপনার ঘড়ি দেখার প্রোগ্রাম তৈরী করে ফেলেছেন.

No comments:

Post a Comment

Designed By GR